Home ব্রেকিং মতলব উত্তর চরাঞ্চলে ফনিতে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি নুরুল আমিন রুহুল

মতলব উত্তর চরাঞ্চলে ফনিতে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি নুরুল আমিন রুহুল

43
0
SHARE

শামমুজ্জামান ডলার : ফনীতে ক্ষতিগ্রস্থ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ালেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল এমপি।

তিনি ঘরবাড়ী বিধ্বস্ত হওয়া শতাধিক পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং তাদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করেন

উপজেলার বাহেরচর, বোরচর ও চরউমেদ এ ক্ষতিগ্রস্থদের সাথে কূসল বিনিময়,ত্রান ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে এখলাছপুরের দক্ষিন বোরচরে নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে এবং এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, উপজেলা যুবলীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজালাল মাস্টার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক জনপ্রতিনিধি হুমায়ূন কবির, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হুমায়ূন কবির, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মহসীন মিয়া মানিক, আমজাদ হোসেন, জনপ্রতিনিধি আলাউদ্দিন।

মতলবের চর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ৮৭ পরিবারের মাঝে ৫০ কেজি করে চাল ও নগদ ৫ হাজার টাকা সরকারি সাহায্যের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ৮৭ জনকে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার করে টাকা প্রদান করেন।

image_pdfimage_print