
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আমন্ত্রণ পেলেও শেষ পর্যন্ত ২০ দলীয় জোটের বৈঠকে যোগ দিচ্ছে না ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টিক (বিজেপি)। এদিকে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়ে গেছে।
সোমবার (১৩ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নেতৃত্বাধীন ২০দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জোট ত্যাগকারী আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টিকেও (বিজেপি) বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জোট থেকে বেরিয়ে যাওয়ায় ২০ দলীয় জোটের বৈঠকে যোগ দিচ্ছে না বিজেপি। এমনটি জানিয়েছেন দলের মহাসচিব আব্দুল মতিন সাউদ।
তিনি বলেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সম্পর্ক থাকা দরকার সেটা অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা সম্পূর্ণ নৈতিক জায়গা থেকে ২০ দলীয় জোট থেকে বের হয়েছি। সুতরাং তাদের বৈঠকে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তবে এ বিষয়ে ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থর মতামত জানার জন্য ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে গণমাধ্যমকে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছিলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যে কোনো জোট বা রাজনৈতিক দলের আমন্ত্রণে তারা সারা দেবে। তিনি জোটের বৈঠকে যোগ দেবেন এমন খবরও প্রকাশ হয়েছিল।
সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিজেপির জোট ত্যাগ এবং আরেক শরিক লেবার পার্টির বিএনপিকে দেয়া আল্টিমেটামসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী বৈঠকে জোট সংস্কারেরও প্রস্তাব তোলা হতে পারে।
গত ০৬ মে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। দলটি জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে ২০-দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমশই স্থবির এবং ঐক্যফ্রন্টমুখী হয়ে পড়েছে। ২০ দলের গুরুত্ব তাদের কাছে নেই। এছাড়া শপথ গ্রহণের মাধ্যমে ঐক্যফ্রন্ট ও বিএনপি ৩০ ডিসেম্বরের ‘প্রহসনের’ নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে।