Home বিনোদন টি.কে বাংলার ঈদ উপহার

টি.কে বাংলার ঈদ উপহার

33
0
SHARE

মোঃ রবিউল ইসলাম জুয়েল : বর্তমান সময়ের জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিকে বাংলার প্রযোজনায় এবারে ঈদুল ফিতরে নিয়ে আসছে তিনটি গান এবং একটি নাটক। গানগুলো হলো জনপ্রিয় সংগীত শিল্পী সাদমান পাপ্পুর ‘আর হবেনা দেখা’ গানটি সুরকার ও গীতিকার রাসেল মিয়া, গানটি রিলিজ হবে ঈদের চাঁদের রাতে। দ্বিতীয় গানটি গেয়েছে শিল্পী ফারিয়া জুই এ গানটির সুরকার ও গীতিকার রাসেল মিয়া, এটি রিলিজ হবে ঈদের দ্বিতীয় দিন। তৃতীয় যে গানটি ‘তুই বড়ই সার্থপর ‘ গেয়েছে শিল্পী মেহেদী হাসান চাঁদ এটি গীতিকার ও সুরকার জনি হামিদ, গানগুলোর মিউজিক ভিডিও পরিচালনা করছেন কামরুজ্জামান পুতুল। আর নাটক “প্রেমিক পুরুষ মজনু” দেখতে পাবেন ঈদের দিন নাটক টি পরিচালনা করেছেন দর্শক প্রিয় নির্মাতা এডিবি তুহিন এতে অভিনয় করেছেন নাট্যজগতে দাপটি অভিনেতা আখম হাসান এবং জনপ্রিয় অভিনেত্রী এ্যানি খান। টিকে বংলা চ্যানেলের কর্নধার তারেক খান নিজেই বলেন এবারে ঈদের জন্য যে কাজ গুলো করা হয়েছে আশা করি দর্শক মহলে দারুন ভাবে সাড়া পাবে।

image_pdfimage_print