Home ব্রেকিং শরীয়তপুরে জাঁকজমক ভাবে পালিত হলো আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

শরীয়তপুরে জাঁকজমক ভাবে পালিত হলো আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

35
0
SHARE

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে জেলা আওয়ামীলীগ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপির সার্বিক তত্ত্বাবধায়নে জাকজমক ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল ১০ ঘটিকায় এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাপ্তি হয়।

মঙ্গল শোভাযাত্রায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত কয়েক হাজার নেতা ও কর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা সমাপ্তির পরে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল রব মুন্সি, সহ সভাপতি গিয়াস উদ্দিন পাহাড়, সাবেক পৌরসভার চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল হক, আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃর্ধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জজ কোর্টের জিপি এড. আলমগীর মুন্সি, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর পৌরসভা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক।

image_pdfimage_print