Home ব্রেকিং জার্মানিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

জার্মানিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

37
0
SHARE

 বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : জার্মানির ব্রুকশাল শহরে একটি ছোট বিমান ভেঙে তিনজন নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) রাতে উড়ন্ত অবস্থায় আচমকা ভেঙে পড়ে ছোটখাটো চেহারার ওই বিমানটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকশাল শহরের একটি হার্ডওয়্যার দোকানের বাইরের দেয়ালের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিমান দুর্ঘটনার পর পরই উদ্ধারকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেঙে পড়া বিমান থেকে যাত্রীদের বের করা হয়। নিরাপত্তার জন্য ওই দোকান থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

image_pdfimage_print