Home ব্রেকিং বিল পাস: শিশুর ওপর যৌন নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড

বিল পাস: শিশুর ওপর যৌন নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  শিশুদের ওপর যৌন নির্যাতনের কড়া শাস্তির ব্যবস্থা করে আইন পাস করেছে ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বা রাজ্যসভা। পাস হওয়া সংশোধনী বিলে বলা হয়েছে, শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড হবে। সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। সেইসঙ্গে বিলে শিশু পর্নোগ্রাফি বন্ধের ব্যবস্থাও রাখা হয়েছে।

child sexual abuse inida

রাজ্যসভায় বিলটির ওপর বিতর্কে অংশ নিয়ে তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন জানান, কিশোর বয়সে তিনিও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। কীভাবে নির্যাতিত হয়েছিলেন, রাজ্যসভায় তা-ও শুনিয়েছেন এই তৃণমূল এমপি।

এদিকে, তার ওই সাহসী স্বীকারোক্তির প্রশংসা করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (সংশোধনী) বিল রাজ্যসভায় পেশ করেন স্মৃতি ইরানিই। তবে রাজ্যসভায় পাস হওয়ার পর বিলটি পাঠানো হবে লোকসভায়।

উল্লেখ্য, চলতি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত ওই বিল অনুমোদন করেছিল। রাজ্যসভায় পাস হওয়া বিলে ন্যূনতম সাজা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে।

image_pdfimage_print