Home ব্রেকিং মতলব উত্তরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

মতলব উত্তরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

41
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ

  মতলব উত্তর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( প্রস্তাবিত) রোববার বিকেল ৩ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্মামেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ৷
মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অলহাজ্ব এডভোকেট নুরুল অমিন রুহুল এমপি। বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শহীদ উল্লাহ প্রধান , সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ৷
বঙ্গমাতা ফুটবলে নাছিরার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২–১ গোলে ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গবন্ধু ফুটবলে নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৩ গোলে দঃ ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন জসিম উদ্দিন ভূইয়া।সহকারী রেফারি ছিলেন,আশরাফুল আলম ও শেখ ফরিদ।
ধারা ভাষ্যকার ছিলেন দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুন ও প্রধান শিক্ষক রহমত আলী মাষ্টার আর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া।

image_pdfimage_print