Home জাতীয় আজ রাতে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

আজ রাতে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

55
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  হজ পালন শেষে হাজিদের নিয়ে আজ শনিবার রাতে হজের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। এ বছর হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন।

image_pdfimage_print