
শামসুজ্জামান ডলার : বুধবার মতলব উত্তর উপজেলার শিকারিকান্দি এবং দশানি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদবিহীন পণ্য বিক্রি করার দায়ে দুটি দোকানের মালিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পরে তাদের দেয়া তথ্যমতে ছেংগারচর বাজারে একটি বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদবিহীন নিন্মমানের খাদ্যদ্রব্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মতলব উত্তর থানার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভাশিস ঘোষ।
এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি)শুভাশিস ঘোষ জানান , ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।