
শামসুজ্জামান ডলারঃ ফনীতে ক্ষতিগ্রস্থ মতলব উত্তর উপজেলার ৮৭টি পরিবারের মাঝ ১৮৪ বান্ডেল ঢেউ টিন ও ৫লক্ষ ২২ হাজার টাকা বিতরন করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে টিন ও নগদ টাকা বিতরন পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বন্য, ঘূর্নীঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এ সরকার প্রসংশনীয়ভাবে কাজ করেছে। সর্বোপরী, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।এ দেশকে সোনার বাংলা হিসাবে দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলে একসাথে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সঞ্চালনায় আরো রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা) আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা, জেলা যুবলীগ নেতা গাজী সাখাওয়াত হোসেন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুছাদ্দেক হোসেন মুরাদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক ছাত্রনেতা অ্যাড. জসিম উদ্দিন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা প্রমুখ।
ঘূর্নিঝড় ফনীতে মমতলব উত্তর উপজেলার জহিরাবাদ, এখলাছপুর ও মোহনপুরের চরাঞ্চলের ৮৭টি ঘর কক্ষতিগ্রস্থ হয়েছিল ।