Home ব্রেকিং আলহাজ্ব মো আমজাদ আলী খান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেূঙ্গু রোগী দেখতে জান

আলহাজ্ব মো আমজাদ আলী খান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেূঙ্গু রোগী দেখতে জান

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা:  কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের উদ্দেগ্য ১৪/৯/২০১৯ রোজ শনিবার সকাল ১১ঘটিকায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেূঙ্গু রোগী ওয়ার্ডে জেলাশ্রমিকলীগের সাধারন সম্পাদকের আলহাজ্ব মো আমজাদ আলী খানও হাসপাতালের ডাঃ মুসা কবির নেতৃ টিম রোগীতে খোজ খবর নেন ডেঙ্গু ওয়াড ঘুরেরোগীদেখন তাদের সাথে মতবিনিময় করেন জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে রোগেদের জন্য বিশুদ্ধ পানি ও জুস খাদ্য সমগ্রী বিতারণ করেন হাসপাতালওয়ার্ডের ইনচার্জ নিকট পানি ওজুস হস্তান্তর করেন উপস্হিত ছিলের জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো জিল্লুর রহমান যুগ্নসাধারন সম্পাদক মেহেরুন নেছা বিউটি এ এইচ এম মতিউর রহমান, হামিদুল ইসলাম, মো পলাশ মিয়া সহসাধারন সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক মো ইলিয়াস হোসেন মো ইসমাইল হোসেন সদর থানা শ্রমিকলীগে সাধারন সম্পাদক মো সেলিম উদ্দিন শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুরজ্জান স্বপন প্রচার সম্পাদক শংকর কুমার বিশ্বাস দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিবাহী সদস্য খোমিনী আহমেদ কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি রুহুল আমিন তিনি বলেন সমাজেরপ্রতি মানুষকে সচেতন করিতেহবে নিজ নিজ বাড়ী আনিনা পরিস্কার পরিচ্ছন রাখেতে হবে সরকারে পাশা অসহায় রোগীদের পাশে বিভিন্ন সামাজিক সংগঠন কে হাসপাতাল কৃতৃপক্ষকে সহযোগিতার জন্য আগাই আসার আহবান জানান

image_pdfimage_print