
শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর থানার ওসি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় থানা ক্যাম্পাসে ওসি’র বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব।
মতলব উত্তর থানার ওসি(তদন্ত)মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ও সংবর্ধিত অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা কমিটির সদস্য শহীদ উল্যাহ প্রধান, মতলব দক্ষিন থানার ওসি স্বপন কুমার আইচ, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার আলাউদ্দিন, ছেংগারচর পৌর বনিক সমিতির সভাপতি মনির হোসেন বেপারী, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ছেংগারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বোরহান উদ্দিন, পৌর কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন, শ্যামল কুমার বড়ৈ,থানার সেকেন্ড অফিসার ইসমাইল হোসেন, এএসআই আবু হানিফ,পুলিশ সদস্য কৃষ্ঞ কমল প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ওসি মিজানুর রহমান এ এলাকায় যা করেছেন তাতে তিনি পুলিশের মুখ উজ্জল করেছেন। আর এসবই সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকপূর্ন সহযোগীতার কারেন। কেননা, এ অঞ্চলের মানুষ ভাল তারা পুলিশের কাজে সহযোগীতা করে।
সংবর্ধিত বিদায়ী অতিথি মিজানুর রহমান বলেন, আপনারা পুলিশের কাজে সহযোগীতা করেন বলেই পুলিশ আপনাদের সেবা দিতে পাড়ছে। আপনারা মনে রাখবেন পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। আপনারা পুলিশী কাজে আমাকে যথেষ্ট সহযোগীতা করেছেন বলে আমি মতলবের মানুষের কাছে কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, এখানে ডাকাতি মামলার আসামী আটক, ডাকাতি বন্ধে ড্রাইভার ভাইদের নিয়ে বেড়িবাঁধে রাতজেগে পাহারা,মাদক উদ্ধার, বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ, জনগুনুত্বপূর্ন রাস্তা মেরামতসহ এজাতীয় কাজে সফলতা পেতে আমি কোন জাদুর কাঠি ব্যবহার করিনি।আমার জাদুর কাঠি হলো আমার সহকর্মীরা, জাদুর কাঠি হলো বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা। সকলের সহযোগীতা থাকলে এ থানা পুলিশ আপনাদের আরো আন্তরিকভাবে সেবা দিতে পাড়বে বলে আমি বিশ্বাস করি।
বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।