Home ব্রেকিং পদ্মা পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ঢাকায় আসবে ৪৫ কোটি লিটার পানি….এলজিআরডি মন্ত্রী

পদ্মা পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ঢাকায় আসবে ৪৫ কোটি লিটার পানি….এলজিআরডি মন্ত্রী

40
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা ওয়াসার পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্লান্টের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। আগামী ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

আজ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করার আগে প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী।

ঢাকা শহরের ক্রমবর্ধমান খাবার পানির চাহিদা মিটানোর জন্য পদ্মা নদীর উৎস হতে পানি সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। “পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) (২য় সংশোধিত)” নামের এ প্রকল্পটি বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ ছিল ১ হাজার ২৬৫ কোটি ৫৮ লক্ষ টাকা এবং চায়না এক্সিম ব্যাংক (চীন) প্রকল্প সাহায্য হিসেবে প্রদান করে ২ হাজার ৪০৪ কোটি ৯২ লক্ষ টাকা।

মন্ত্রী বলেন, পদ্মা পানি শোধনাগার নির্মাণ আমাদের জাতির জন্য একটি বড় অর্জন। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের কাজে কিছু ডিস্ট্রিবিউশন লাইন এখনো বাকি আছে। এই লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো পানি সরবরাহ করা যাবে না। এখন ৫০ শতাংশ পানি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে।

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

image_pdfimage_print