Home ব্রেকিং বিএনপির আরও ৪ সংসদ সদস্য সাক্ষাৎ করলেন খালেদা জিয়ার সঙ্গে

বিএনপির আরও ৪ সংসদ সদস্য সাক্ষাৎ করলেন খালেদা জিয়ার সঙ্গে

44
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির ৪ জন সংসদ সদস্য।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা ফুলের তোরা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালের খালেদা জিয়ার চিকিৎসাধীন ইউনিটে প্রবেশ করেন। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

৪ সংসদ সদস্য হলেন— ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিএনপির তিন সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ হারুনুর রশীদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।

image_pdfimage_print