Home সারা বাংলা মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ

40
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকরণ ছাগল ও জাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ৯০ জন জেলের মাঝে ১৮০টি ছাগল, ৩০ জন জেলের মাঝে ৩০ টি সেলাই মেশিন ও ৫০ জন জেলের মাঝে ১০ টি ঘের জাল বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক মিরাজ খালিদ’সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। মাছ আমাদের অন্যরকম সম্পদ। জাতীয় মাছ ইলিশ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। যেসব জেলেরা ইলিশ ধরার সাথে সম্পৃক্ত আছেন, তারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ করবেন না। সেজন্য সরকার আপনাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল, সেলাই মেশিন, চাউল ও ঘের জালসহ বিভিন্ন উপকরণ দিচ্ছে। তিনি আরও বলেন, একেকটি মা ইলিশ থেকে প্রায় ২৫ লক্ষ ইলিশ জন্ম নেয়। তাই জাতীয় সম্পদ ইলিশ আমাদের সকলকে দায়িত্ব নিয়ে রক্ষা করতে হবে।

image_pdfimage_print