Home সারা বাংলা মতলব উত্তরে “দুরন্ত-৯৭” ছেংগারচর স্কুলের এর আহবায়ক কমিটি গঠন

মতলব উত্তরে “দুরন্ত-৯৭” ছেংগারচর স্কুলের এর আহবায়ক কমিটি গঠন

43
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৭ (দুরন্ত-৯৭) এর ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালী কে আহ্বায়ক ও  আজিমুর রহমান (সোহেল) কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ন-আহবায়ক আরিফুল্লাহ, আক্তার হোসেন মুফতি। সদস্য- আবুল খায়ের (জগত), আখতারুজ্জামান, সোহরাব হোসেন।
image_pdfimage_print