Home জাতীয় ঢাকা সিটি নির্বাচন আগামী বছরের প্রথম দিকে: কাদের

ঢাকা সিটি নির্বাচন আগামী বছরের প্রথম দিকে: কাদের

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তা-ভাবনা করছে।’

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের যেহেতু বেশি দিন বাকি নেই তাই সিটি করপোরেশন নির্বাচনের একটা প্রস্তুতি নিতে হবে।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ আমি পরে আপনাদের জানিয়ে দেব।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে জানিয়ে দিয়েছি।’

image_pdfimage_print