
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক।
রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক আব্দুল আলিম।
তিনি জানান, ছাদ ধ্বসের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭-৮ জন শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
এদিকে নিহতদের মধ্যে আকাশ (৩২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।