
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘সেনাবাহিনীর প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণের লক্ষে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখনই সুযোগ আসবে, তখনই তাতে অংশগ্রহণ করে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।’
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার ঐকান্তিক প্রচেষ্টা হবে কোর অব ইঞ্জিনিয়ার্স এর সব সদস্যকে নিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করা।’
এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং তাকে এই সম্মানে ভূষিত করে।
সোমবার সকাল ১১ টার দিকে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠান চত্বরে পৌঁছালে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল অনার গার্ড কমান্ডার মেজর রেজাওয়ানুর রহমানের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ ইউনিট অধিনায়ক কর্নেল ফারুক আহমেদ সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন।