
শামসুজ্জামান ডলারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর যাচাই বাছাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী শাখাওয়াত হোসেন। এ ছাড়াও তিনি চাঁদপুর জেলা যুবলীগের সাবেক তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদাক।
২৬ নভেম্বর মঙ্গলবার উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তারের কার্যালয়ে যাচাই-বাছাই কমিটির সভায় তাঁকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি গাজী শাখাওয়াত হোসেন এর বিশেষ অবদানের কারণেই তাঁকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করে এই সম্মানে সম্মানিত করা হয় বলে জানান যাতাই বাছাই কমিটি।
গাজী শাখাওয়াত হোসেনর পিতা মরহুম আলী আকবর গাজী উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অত্র ইউনিয়নের দীর্ঘ্যদিনের চেয়ারম্যান ছিলেন উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়া গাজী শাখাওয়াত হোসেনের ভাই মরহুম গাজী তোফায়েল হোসেন।
উল্লেখ্য, ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোসহ অন্যান্য পরিবেশ সুন্দরের পাশাপাশি বিদ্যালয়টি দীর্ঘ্যদিন ভাল ফলাফল করে আসছে।