Home ব্রেকিং মতলব উত্তরে এতিমখানার ছাদধসে আহতদের পাশে দাড়ালেন ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যা

মতলব উত্তরে এতিমখানার ছাদধসে আহতদের পাশে দাড়ালেন ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যা

33
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ
মতলব উত্তরে ফরাজীকান্দি এতিমখানার ছাদধসে আহতদের পাশে দাড়ালেন ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যা। 

মতলব উত্তরে বাড়ী সেই সকল ইঞ্জিনিয়ারগন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অার্কিটেক্টস অ্যাসোসিয়েশন ‘মুইয়্যা’ নামে একটি সংগঠন দাড় করে সকলে সংগঠিত হয়ে মতলব উত্তর উপজেলায় মানসন্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষাখাতের বিভিন্ন কার্যক্রম, বৃক্ষ রোপন ও আর্তমানবতার সেবার নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ২৯নভেম্বর শুক্রবার মুইয়্যার নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি আল-আমিন এতিমখানায় ছাদধসে আহত শিক্ষার্থীদের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়।

মুইয়্যার নেতৃবৃন্দ আল-আমিন এতিমখানায় ভবনের ছাদধসে আহতদের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতনিয়ে এখনো যে ১৩ শিক্ষার্থী এতিমখানায় আছে তাদেরকে দেখেন এবং কুসল বিনিময় করেন। ইঞ্জিনিয়ারগন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। শায়খ বোরহান উদ্দিন(রহ)এর মাজার জিয়ারত করেন এবং মুইয়্যার সেতৃবৃন্দ এতিমখানার শিক্ষার্থীদের জন্য নগদ ৭১ হাজার টাকা শায়খ মাসউদ আহমাদ বোরহানী এর হাতে তুলেদেন। 

এ সময় উপস্থিত ছিলেন, মুইয়্যা’র উপদেষ্টা  ইঞ্জিঃ মোস্তাক আহমেদ জীবন, সভাপতি ইঞ্জিঃ এনামুল হক খান সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আরিফ হোসেন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ  সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিঃ কাজী কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ ইমরান হোসেন,  সহ- অর্থ সম্পাদক ইঞ্জিঃ আল সায়াদি, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিঃমেহেদী হাছান রাফি এবং
সিনিয়র সম্মানিত সদস্য যথাক্রমে ইঞ্জিঃ গোলাম রসূল ঢালী, ইঞ্জিঃ জাকির হোসেন, ইঞ্জিঃ মাহমুদুর রহমান, ইঞ্জিঃ আলাউদ্দিন, ইঞ্জিঃহাবিবুর রহমান হাবিব, ইঞ্জিঃমাসুদুর রহমান, ইঞ্জিঃজসিম উদ্দিন, ইঞ্জিঃ আল হাছান প্রমূখ।

মুইয়্যার নেতৃবৃন্দ ইতিপূর্বে আল-আমিন এতিমখানায় ছাদধসে আহত ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন ও ঢাকা মেডিক্যাল চিকিৎসাধীন সিয়ামকেও দেখতে গিয়েছিলেন।

image_pdfimage_print