
জেলা ভোক্তা-অধিকার ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে দিনব্যা এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবর রহমান শেখ, মুক্তিযুদ্ধা আবদুর রাজ্জাক, আবদুস সামাদ তালুকদার প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও তাদের অধিকার রক্ষায় একটি কার্যকর আইন প্রণয়নের দাবি অনেক দিনের। তারই পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে প্রণয়ন করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯। আইনটি প্রণয়নের ফলে ক্ষুদ্র পরিসরে হলেও ভোক্তা তথা জনগণ এর সুফল পেতে শুরু করেছে জানান তিনি।