Home ব্রেকিং যুবলীগের নতুন কমিটিতে আসছে ত্যাগী ও সংগ্রামী নেতারা, বললেন আলহাজ্ব মাঈনুল...

যুবলীগের নতুন কমিটিতে আসছে ত্যাগী ও সংগ্রামী নেতারা, বললেন আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল

37
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজনীতির কঠিন পরিমন্ডলে ঢুকেই অগ্নিপরীক্ষার মুখোমুখি তিনি। কয়েকজন বিতর্কিত নেতার কারণে প্রশ্নবিদ্ধ সংগঠন যুবলীগকে গোছানোর দায়িত্ব বর্তেছে তার উপর। তিনি সংগঠনটির সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক  আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল  । ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, অভিযুক্ত কেউ তার সংগঠনে জায়গা পাবে না।

আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন,, একদিকে আমি এসব বিষয়ে সচেতন এবং উদ্দীপনা কাজ করছে। আমার সুযোগ হয়েছে একটা পরিবর্তন আনার এবং কিছু করার। তিনি বলেন, রাজনৈতিক ভাবে যাদের মেধা আছে এবং অভিজ্ঞতা আছে তারা হয়তো সিস্টেমের অভাবে হয়তো সাংগঠনিক পরিচ্ছন্নতার অভাবে তারা পিছিয়ে আছে তাদরকে নির্ধারণ করতে হবে।

আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, যাদের নামে অভিযোগ আছে তাদরকে সরে দাড়াতে হবে। অভিযুক্তদের অব্যহতি দেওয়া হবে। দলীয় ফোরামে আলাপ করে সিদ্ধান্ত নিবো কবে নাগাদ দেওয়া যায় তবে অব্যশই ত্যাগী ও সংগ্রামী নেতারা একটা জায়গায় রাখবে। সাবেক ছাএনেতারা একটা জায়গায় পাবে। ত্যাগী মনোভাব, কাজের গতি এবং দেশপ্রেম থাকলে এটাই সম্ভব।

image_pdfimage_print