
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
শনিবার সকালে শহরে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে এ সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসন ভুলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।