Home ব্রেকিং রাজধানীতে ৬০ টাকায় পেঁয়াজ

রাজধানীতে ৬০ টাকায় পেঁয়াজ

38
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : দীর্ঘদিন পেঁয়াজ সংকটে থাকা বাংলাদেশের জন্য সুখবর। পেঁয়াজের বাজারদরে আসছে লাগাম। বিদেশ থেকে টনে টনে পেঁয়াজ আমদানি হয়ে আসার পাশাপাশি দেশীয় উৎপাদনের কিছু কিছু পেঁয়াজও বাজারে উঠতে শুরু করেছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

শুক্রবার সকালে সরেজমিন রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এই পেঁয়াজের।

বিক্রেতারা জানান, মুনাফার আশায় পেঁয়াজ পরিপক্ক হওয়ার আগেই জমি থেকে তুলে বিক্রি করে দেয়া হচ্ছে। আর পরিপক্ক পেঁয়াজ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সকল প্রকার সবজির দাম।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে দুই সপ্তাহ আগে যে শিমের কেজি ১২০ টাকা ছিল, তা এখন কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা লম্বা শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘গত সপ্তাহে যে শিমের পাল্লা (৫ কেজি) ১৮০-২০০ টাকা বিক্রি করেছি, আজ তা ১০০ টাকায় বিক্রি করছি। দুই সপ্তাহ ধরে শিমের দাম টানা কমেছে। সামনে শিমের দাম আরও কমবে।’

image_pdfimage_print