Home ব্রেকিং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় বিএনপি নেতারা’

দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় বিএনপি নেতারা’

33
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে দেশটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে খাদ্য উপকমিটির বৈঠক শেষে এ কথা বলেন নেতারা।
তারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা কামরুল ইসলাম বলেন, দীর্ঘ ১১ বছর এ মামলা নিয়ে আদালত এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কষ্ট দিয়েছেন বিএনপি নেতারা। ৫০ বার তারা হাইকোর্টে গিয়েছেন আপিল ডিভিশনে গেছে, মামলার চার্জ শুনানি না হয় সেচেষ্টাও তারা করেছেন। মামলাটা বিলম্বিত করার যত চেষ্টা আছে সব প্রয়াস তারা করেছেন। সবাইকে প্রস্তুত থাকতে হবে, এই অপশক্তি যেন আবার কোনো রকম জনদুভোর্গ সৃষ্টি করতে না পারে। তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে যে নাটক শুরু করেছেন, তারপর মাঝে মাঝে যে হুমকি দেন, যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে যান বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চান, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে চান, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে চান তবে জবাব রাজপথেই দিতে হবে।

image_pdfimage_print