
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু বলে দাবি করেছেন।স্থানীয় সময় শনিবার ফ্লোরিডায় ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।
এসময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশ্যে বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের চেয়ে ভালো বন্ধু এর আগে আর কাউকে কখনও পায়নি।’
ডেমোক্রেটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল মন্তব্য করে ট্রাম্প এ প্রসঙ্গে ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা তুলে ধরেন।
ইহুদিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘তখন আপনারা সবাই ওবামার পক্ষে ছিলেন। ওর পক্ষে নির্বাচন করেছিলেন। ওকে ভোট দিয়েছিলেন। আমি জানি, কোনও একদিন আপনারা এর ব্যাখ্যা আমাকে শোনাবেন।’
রিপাবলিকানরা ক্ষমতায় আসার পর ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এসময় তিনি ৭০ বছরের মার্কিন নীতি সরিয়ে ফেলে ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথাও উল্লেখ করেন।