Home ব্রেকিং মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

59
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’১৯ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা ও গনস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার, সমাজসেবক শাহাদাৎ করিম চৌধুরী সংগ্রাম, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একে আজাদ, যুগ্মসম্পাদক ইবনাল মঈন আহম্মদ রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সন্মানীত সদস্য যথাক্রমে একেএম তাজুল ইসলাম, কামরুজ্জামান, গোলাম কিবরিয়া মন্টু, ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বেনজির আহমেদ, ছেংগারচর পৌর বনিক সমিতির সভাপতি মনির হোসেন বেপারী, সাধারন সম্পাদক নাসির উদ্দিন ফরাজী, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেফালী আক্তার, আব্দুল হক মাস্টার, ব্যাবসায়ী আবুল কামাল আযম, ক্রীড়া সংগঠক শরীফ হোসেন, আবুল কালামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সাংবাদিক কামরুজ্জামান হারুন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়, এ কাজ আমাদের সকলের। তাই এ কাজে আমাদের সকলেরই ভ’মিকা রাখা উচিৎ বলে আমি মনেকরি।

পরে একটি গনস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেনী-পেশান মানুষরা অংশ গ্রহন করেন।

image_pdfimage_print