
শামসুজ্জামান ডলারঃ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম (৬২) রোববার ভোরে ইন্তেকাল করেন। ইন্ন——- রাজেউন।
রোববার বাদ আছর মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল, মরহুমার বেয়াই এরশাদ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মনসুর আলী সরকার, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ।

জানাযায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াম উদ্দিন, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি)আনোয়ার হুসাইন পাটোয়ারী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব উত্তর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, সাবেক চেয়ারম্যান আল-আমিন, লিয়াকত হোসেন, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব ডিগ্রী কলেজের জিএস রহমত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।