
বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : চীনের উইঘুর মুসলিমদের নিয়ে আর্সেনালের সুপারস্টার মেসুত ওজিলের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় চলছে। ইতিমধ্যেই টেলিভিশনে আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। যার ফলে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন চীনের ফুটবলপ্রেমীরা।
বিতর্কের সূত্রপাত চীনের উইঘুরে সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন করে বিশ্বকাপজয়ী জার্মান তারকার সাম্প্রতিক টুইট। এই সুপারস্টার লেখেন, ‘পূর্ব তুর্কিস্তানে কোরঅন আগুনে জ্বালানো হচ্ছে, মসজিদে তালা দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিমদের এবং যুবকদের বন্দি করে দাসত্বের সম্মুখীন করা হচ্ছে।’
চীন সরকার ওজিলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্পূর্ণ ভুল খবর ও তথ্যে প্রভাবিত হয়েই এই ধরনের মন্তব্য করেছেন ওজিল।’
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ওজিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগেও তাকে নিয়ে উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া। বর্ণবৈষম্যের অভিযোগ তুলে জার্মানির জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন তিনি। বিয়েতে তুরস্কের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেও বিতর্কে জড়িয়েছিলেন ওজিল।