Home ব্রেকিং আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ দ্বিতীয়বার আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন এমপি নাহিদ

আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ দ্বিতীয়বার আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন এমপি নাহিদ

43
0
SHARE

আশিক সরকারঃ  :  সিলেটের কৃতিসন্তান নুরুল ইসলাম নাহিদ এমপি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন। এ খবরে ঢাকা, সিলেটসহ তাঁর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে।
গতকাল শনিবার বেলা দেড়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে অন্যদের সাথে প্রেসিডিয়াম সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’বারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র নাম ঘোষণা করেন।
নাম ঘোষণার পর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান তার সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য নাহিদ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান।
পরে এমপি নাহিদের নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী, জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে, নুরুল ইসলাম নাহিদ এমপি প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর গতকাল সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরশহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করা হয়। পরে চৌমুহনীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দীপন প্রমুখ। পরে পথচারিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে, নাহিদের প্রেসিডিয়াম সদস্য হবার খবরে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার সকল ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাসের পাশাপাশি মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

image_pdfimage_print