Home ক্যাম্পাস খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানী বিষয়ক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানী বিষয়ক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

76
0
SHARE

 

আশিক সরকারঃ : বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৩তম
বার্ষিক সম্মেলন আজ ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী
সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন। “ঘববিৎ ধঢ়ঢ়ৎড়ধপযবং রহ গরপৎড়নরড়ষড়মু:
ঋড়ড়ফ, ঐবধষঃয ধহফ ঊহবৎমু” প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান
বিভাগ এবং বিএসএম যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মজিবুর
রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএম-এর সভাপতি অধ্যাপক ড.
এম এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান বক্তব্য
রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানী বিষয়ক
অণুজীব বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও আমাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য
তিনি অণুজীব বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জীববৈচিত্র্য
সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা চালু করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া ও কানাডার শিক্ষক ও
গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন

image_pdfimage_print