Home জাতীয় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যা বললেন আতিক

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যা বললেন আতিক

30
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ঢাকা উত্তর-দক্ষিণ সমন্বিতভাবে কাজের মাধ্যমে সুন্দর ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আতিক।

তিনি বলেন, আমি বাই ইলেকশনে এসেছি। জনগণ ভোট দিয়েছে বলেই দল আবারও মনোনয়ন দিয়েছে। ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি সবাই জানেন। একদিনও সময় নষ্ট করিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সব সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমাকে আবার মনোনয়ন দেওয়ার জন্য। ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা নির্বাচিত হলে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে আধুনিক ঢাকা গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে গত ৯ মাসে আমি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আমরা জানি চ্যালেঞ্জগুলো কি। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে একটি সুন্দর ঢাকা উপহার দেবো। ঢাকা উত্তরের আগামী নির্বাচনে সবার সহযোগিতা চাই।

image_pdfimage_print