Home আন্তর্জাতিক ভারতের বিরোধিতা করতে ‘৩ পর্নস্টার’র ছবি পোস্ট পাকিস্তানি নেতার

ভারতের বিরোধিতা করতে ‘৩ পর্নস্টার’র ছবি পোস্ট পাকিস্তানি নেতার

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ফের একবার হাসির খোরাক হলো পাকিস্তান। ভারতের বিরোধিতা করতে গিয়ে তিন পর্নস্টারের ছবি পোস্ট করে বসলেন পাকিস্তানের সাবেক এক মন্ত্রী। পরে বুঝতে পেরে সেই পোস্ট মুছে ফেললেও, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

পাকিস্তানের সেনেটর রহমান মালিক ওই ছবিগুলি রিট্যুইট করেন। এদের মধ্যে রয়েছে পর্নতারকা মিয়া খলিফারও ছবি। স্বাভাবিকভাবেই এঘটনার পর বিতর্কের মুখে পড়তে হয়েছে ওই পাকিস্তানি নেতাকে।

‘অক্ষয়’ নামে এক ভারতীয়র ট্যুইটার হ্যান্ডেল থেকে রহমান মালিককে ট্যাগ করে ছবিগুলি পোস্ট বলা হয়েছে। তিন পর্নস্টারের হিজাব পরা ছবি দিয়ে সেখানে লেখা আছে, ‘ভারতের আঞ্চলিক ছবির অভিনেত্রীরা হিজবা পরে সিএএ’র বিরুদ্ধে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই রহমান মালিক রিট্যুইট করে লেখেন, ‘ওদের আশীর্বাদ রইল।’ সঙ্গে সঙ্গে শুরু হয় সমালোচনার ঝড়। পরে ছবিগুলি ডিলিট করে দেন এই প্রাক্তন মন্ত্রী।

image_pdfimage_print