Home জাতীয় ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

39
0
SHARE

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর (৪৯) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলাতুন্নেসা বাপ্পী।

বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শ্বাসকষ্টজনিত কারণে গত শনিবার (২৮ ডিসেম্বর) ফজিলাতুন্নেছা বাপ্পীকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে গত ৪ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শোকবার্তায় মন্ত্রী জানান, বাংলাদেশের আইন অঙ্গনে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে তার অবদান জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

ফজিলাতুন্নেসা বাপ্পী ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী এই নারী রাজনীতিক ২০০৯ সালের ২৯ মার্চ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংরক্ষিত নারী আসন (৩০) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গটন করার পর তিনিও দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

image_pdfimage_print