Home জাতীয় নির্বাচিত হলে ৬৫নং ওয়ার্ডকে আধুনিক ও সবুজবেষ্টিত করে গড়ে তুলবো সামসুদ্দিন ভূঁইয়া...

নির্বাচিত হলে ৬৫নং ওয়ার্ডকে আধুনিক ও সবুজবেষ্টিত করে গড়ে তুলবো সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, কাউন্সিলর, ৬৫ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

41
0
SHARE

ষ্টাফ রিপোর্টার : মেহেদী হাসান হিমেল
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হিসেবে আপনাকে মনোনয়ন দেওয়ায় আপনার অনুভূতি সম্পর্কে বলুন।
সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু : সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। গণতন্ত্রের মানসকন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে আমার ও আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল থেকে আমাকে মনোনীত করায় আমি ও আমার নির্বাচনী এলাকার জনগণ অত্যন্ত খুশি।
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আমরা জানি, আপনি আগেও কাউন্সিলর ছিলেন। এলাকায় কী ধরনের উন্নয়ন হয়েছে এ সম্পর্কে বলবেন কি?
সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু : গত ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নবগঠিত ওয়ার্ডের নির্বাচন হওয়ার পর মাত্র দশ মাস অতিবাহিত হয়েছে। যার ফলে খুব অল্প সময় পাওয়ার প্রেক্ষিতে আমার স্থানীয় নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, স্যুয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নতুন করে আবার ৮৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক উন্নয়ন প্রকল্পগুলো চলমান। তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগে এলাকার জনগণকে সাথে নিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খোলা ড্রেনকে বক্স ড্রেনকরণ, রাস্তা প্রশস্তকরণ, স্ট্রীট লাইট সংযোগসহ এলাকার উন্নয়নে নানাবিধ ভূমিকা রেখেছি। সিটি কর্পোরেশন এর উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে আমরা ৬৫ নং ওয়ার্ডে সর্বত্র যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও চলমান। আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে তাদের সাথে থেকেছি এবং ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকব।
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আপনার নির্বাচনী এলাকার জনগণ পুনরায় কেন আপনাকে বেছে নিবে- এ নিয়ে কিছু বলুন।
সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু : গত দশ মাস ধরে কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর সকাল ৬টা থেকে রাতের ১২টা অতিক্রম হওয়ার পরেও আমরা এলাকার সর্বস্তরের জনগণের পাশে থাকার চেষ্টা করি, এবং এলাকার বিভিন্ন উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখা ও সমাজের সর্বস্তরের কাজে অংশগ্রহণের মাধ্যমে জনগণ আমাকে কাছে পেয়েছে এবং আগামীতেও পাবে ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আপনার নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলুন।
সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু : মহান আল্লাহর অশেষ রহমতে আমি যদি আবারো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ২০২০ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে নির্বাচিত হই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমার ৬৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক সবুজবেষ্টিত দূষণমুক্ত আদর্শ নগরীর ওয়ার্ড হিসেবে তুলে ধরবো ইনশাআল্লাহ।

image_pdfimage_print