Home আন্তর্জাতিক ফের ফ্রান্সে বিক্ষোভ; গ্রেপ্তার শতাধিক

ফের ফ্রান্সে বিক্ষোভ; গ্রেপ্তার শতাধিক

35
0
SHARE

ডেস্ক: ফ্রান্সে আবারো বিক্ষোভে নেমেছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। গতকাল শনিবার টানা পঞ্চমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নেমেছে হাজারো জনতা। এ সময় রাজধানী প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষ বাধে। এ সময় ৪ সহস্রাধিক মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

গত সপ্তাহগুলোর তুলনায় শনিবার রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা তুলনামূলক কম ছিল। সরকারের আহ্বান উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জনতা।

এই বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, জনতার ক্ষোভের কারণ চিহ্নিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।সূত্র: আল-জাজিরা

image_pdfimage_print