Home খেলাধূলা মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন ইংলিশ লিগ মাতানো সিলেটের হামজা

মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন ইংলিশ লিগ মাতানো সিলেটের হামজা

62
0
SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটিতে খেলেন ফুটবলার হামজা চৌধুরী। সিলেটের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট এলাকার সম্ভ্রান্ত দেওয়ান পরিবারের ছেলে হামজা। অবশ্য তার মা বাংলাদেশী হলেও বাবা গ্রানাডিয়ান।

বাংলাদেশে যারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে খোঁজ খবর রাখেন তারা হামজা চৌধুরীর সাথে আগে থেকেই পরিচিত।

লেস্টার সিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিতু হয়েছেন। চলতি মৌসুমে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাচ্ছেন হামজা।

হামজা চৌধুরি ইসলাম ধর্মে বিশ্বাসী, স্কুল ছাড়াও ধর্মীয় বিশ্বাস নিয়ে পড়ালেখা করতেন তিনি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ধর্মীয় বিষয় নিয়ে। যেখানে হামজা বলেন, ‘আমি ও আমার ছোটবোন মঙ্গলবার ও বৃহস্পতিবার কোরআন তেলাওয়াত করতাম।’

‘আমি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়ি, আমি আরো ছোট ছোট দোয়া পড়ি যেগুলো আমার মা আমাকে শিখিয়েছেন।’

‘আমার মা অনেক শক্তিশালী একজন নারী, যিনি আমাকে শিখিয়েছেন, কিভাবে বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়।’

image_pdfimage_print