Home আন্তর্জাতিক মার্কিন সরকারি ওয়েবসাইট হ্যাক করল ইরানি হ্যাকাররা

মার্কিন সরকারি ওয়েবসাইট হ্যাক করল ইরানি হ্যাকাররা

43
0
SHARE

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলার জেরে মার্কিন সরকারের একটি ওয়েবসাইট হ্যাক করেছে ইরানের হ্যাকাররা। শনিবার থেকে ওয়েবসাইটটি ইরানি হ্যাকারদের আয়ত্তে চলে যায়।

‘ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রাম’ পরিচালনার জন্য মার্কিন সরকার ওই ওয়েবসাইটটি চালু রেখেছিল। এর মাধ্যমে সরকারি প্রকাশনা জনগণ বিনামূল্যে পেয়ে থাকেন।

ওয়েবসাইটটি আয়ত্তে নেয়ার পর হ্যাকাররা সেখানে একটি বার্তা পোস্ট করেন। বলা হয়, ‘আল্লাহর নামে। >>>>> ইরানের সাইবার সিকিউরিটি হ্যাকাররা হ্যাক করেছে<<<<< এটি ইরানের সাইবার সক্ষমতার একটি প্রমাণ! আমরা সবসময় প্রস্তুত আছি।’

এছাড়া ওই ওয়েবসাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যে ছবিতে ইরান ট্রাম্পকে ঘুষি মারছে এমন দৃশ্য দেখানো হয়েছে।

image_pdfimage_print