
ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা।
এর আগে রোববার সকাল পৌনে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে ইসি কমিশনাররা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংঘঠনের পক্ষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
পরে শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। এরপর ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেওয়া পুষ্পাঞ্জলির ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।