Home ব্রেকিং মতলব উত্তর সর্দারকান্দির হাজী মো. আব্দুল হাই প্রধানের দাফন সম্পন্ন

মতলব উত্তর সর্দারকান্দির হাজী মো. আব্দুল হাই প্রধানের দাফন সম্পন্ন

31
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ  মতলব উত্তর উপজেলার সমাজসেবক হাজী মো. আব্দুল হাই প্রধানেরর দাফন সম্পন্ন করা হয়েছে।  তিনি শনিবার (১১ জানুয়ারী) দুপুর ১টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে নিজ বাড়ী ফেরার পথে মতলবে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহির…..রাজেউন)। তিনি সরদারকান্দি গ্রামের মৃত আজগর আলী প্রধান ছেলে। উত্তর সরদারকান্দি গ্রামের মসজিদ কমিটির উপদেষ্টা ছিলেন তিনি।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১১ জানুয়ারী শনিবার এশার নামাজের পর ১০১নং সরদারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহমের নাতি মো. নাজমুল হোসেন।

জানাজা নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক ইয়াছিন মোল্লা, মরহুমের মেঝ ছেলে কবির হোসেন প্রধান, গাজী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, সালাউদ্দিন বেপারী প্রমূখ।

image_pdfimage_print