Home খেলাধূলা সালাহ ম্যাজিক ও লিভারপুলের জয়

সালাহ ম্যাজিক ও লিভারপুলের জয়

40
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নীল আকাশের নিচে নতুন কিছু ঘটে না কথাটি মিথ্যা প্রমাণ করে চলেছে লিভারপুল। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। গোলকিপার অ্যালিসন বেকারের সহায়তায় দারুণ গোল করেছেন লিভারপুলের ঈজিপসিয়ান তারকা মোহামেদ সালাহ। অপর গোলটি করেছেন ভার্জিল ভ্যান ডাইক।

প্রিমিয়ার লিগের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি , যারা বর্তমান চ্যাম্পিয়ন তারা ২৩ ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট অর্জন করেছে। মজার ব্যাপার হচ্ছে, ইউনাইটেড থেকে লিভারপুলের পয়েন্ট ব্যবধান ৩০! লিগে আরো ১৬টি ম্যাচ খেলবে লিভারপুল। ৩৮ ম্যাচের মৌসুম। লিভারপুল হয়তো মৌসুমে শেষ করার অনেক আগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে। সেক্ষেত্রে এবার কোনো প্রতিযোগিতায় হবে না প্রিমিয়ার লিগে।

লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতেছে গত মৌসুমে। ক্লাব বিশ্বকাপও রয়েছে তাদের। এখন প্রিমিয়ার লিগের দিকে ছুঁটছে তারা। এই ম্যাচে ১৪ মিনিটে গোল করেন ভ্যান ডাইক। আর সালাহ ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩)।

image_pdfimage_print