
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টি থেকে মনোনীত হয়েছেন আনোয়ার খাতুন। যার নির্বাচনী প্রতীক গ্লাস। যিনি দীর্ঘদিন জনগণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দেশের জন্য করে যাচ্ছেন অকাতরে। এই মহিলা নেত্রী মানুষের দূর্দিনেও থাকেন অগ্রনী ভূমিকায়। তাই তার ত্যাগ-তিতিক্ষা ও পরিশ্রমকে এবারও যথাযথ মূল্যায়ন করে মানুষ সংরক্ষিত কাউন্সিলর পদে সমর্থন তাকে সমর্থন দিবেন এমনিই প্রত্যাশা এই নেত্রীর ।
এদিকে, এলাকার জনগণ এই আনোয়ারকে বিপুল সমর্থন দিচ্ছেন। তারা জানিয়েছে, আনু আপা একজন শিক্ষিত ও যোগ্য কাউন্সিলর প্রার্থী, তাকে আমরা ভোট না দিয়ে অন্য কোথায় ভোট দিব ; এমন প্রার্থীতো আমরা খুঁজে পাচ্ছিনা। তাই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে দল-মত-নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কেননা এমন সুযোগ্য নেতৃত্বকে আমরা প্রতিনিধি বানালে আমরা যেমন পাব আমাদের কাঙ্ক্ষিত সেবা তেমনি ভাবে কর্পোরেশন পাবে যোগ্য প্রতিনিধি। তারা আরো জানান, বিভিন্ন সময় সুখে দুঃখে আমরা এই নেত্রীকে আমাদের কাছে পেয়েছি। তিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোন নেত্রী নয়। তাই আমাদের সুপরিচিত আনু আপাই হবে আবার আমাদের আগামীর কাউন্সিলর। আর যাকে আমরা সব সময় খুব সহজেই কাছে পাবো, আমাদের সমস্যা সমাধানের জন্য।