Home জাতীয় প্রতিটি নিঃশ্বাসে বিষ গ্রহণ করছে ঢাকার মানুষ!

প্রতিটি নিঃশ্বাসে বিষ গ্রহণ করছে ঢাকার মানুষ!

37
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঢাকার সার্বিক চিত্র নাগরিকদের কেবলই হতাশ করছে। ইতিমধ্যে এই মহানগরী ও রাজধানী শহরটি নানাভাবে অবাসযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে পরিবেশ বিপর্যয় অন্যতম। এই বিষাক্ত পরিবেশকে অনুকূলে আনা সময়ের দাবি।

ঢাকা সিটি করপোরেশন আগে একটি ছিল। সেটিকে দুভাগ করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন ও উত্তর ঢাকা সিটি করপোরেশন। শুরুতে অনেকে এ ভাগকে দু টুকরা করা হয়েছে বলে নানাভাবে বিরূপ মন্তব্য করেন। অতঃপর নির্বাচনেও অংশ নেন।

ঢাকা অভিজাতদের বসবাস হবে, এটির পরিবেশ হবে নির্মল এবং বায়ু হবে দূষণমুক্ত- এমনটাই অনেকে ভাবতেন। আজকের বাস্তবতায় ঢাকার পরিবেশ মানুষ তথা প্রাণিকুলের জন্য চরম হুমকি বৈকি। এখানের পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, বায়ুর অবস্থাও মানবজীবনের সমূহ ক্ষতির কারণ।

ঢাকার বায়ুতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধুলাবালি, আছে সিসাও। পুরনো লক্করঝক্কর মার্কা পরিবহনের কালো ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া, হাসপাতালের ই-বর্জ্য ও কল-কারখানার বর্জ্য মিলে ঢাকার চারপাশের নদ-নদী ও রাজধানীর পরিবেশকে বিষিয়ে তুলছে।

পরিসংখ্যান মতে, ঢাকা এখন অবাসযোগ্য তালিকার শীর্ষে অবস্থান করছে। ধর্ষণের দিক দিয়েও একই অবস্থানে। পরিবেশদূষণেও তাই। সব মিলিয়ে ঢাকার নাগরিক জীবন ভয়াবহ দূষণের কবলে। এখানের মানুষ জেনে-বুঝে প্রতিটি নিঃশ্বাসে বিষ গ্রহণ করছে।

আশার কথা, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুঝে হোক না বুঝে হোক, আবেগ তাড়িত হয়ে হোক, পারবেন না জেনেই হোক- ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বলা যায়, প্রতিশ্রুতির বন্যায় ভাসছে ঢাকা।

এক মেয়র প্রার্থী বলেছেন, হারিয়ে যাওয়া/দখল হওয়া ঢাকার খালগুলো উদ্ধার করবেন। খুবই ভালো কথা। তিনি পারলেও পারতে পারেন, তেমন নজির মরহুম আনিসুল হক মেয়র থাকা অবস্থায় কিছুটা রেখে ছিলেন। অনেকের মতে, তার ভাই সেনাপ্রধান থাকার সেটা সম্ভব হয়।

যানজট, পরিবহন সংকট, বাড়িভাড়া, নারী-শিশু ধর্ষণ, বায়ু ও পানিদূষণ, গ্যাস সংকট ও খাবার পানির সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি। সে দাবি পূরণে মেয়রদের হাতে অনেক ক্ষমতা থাকা দরকার। বাস্তবতা হলো, এর অধিকাংশই কিন্তু তাদের হাতে নেই।

অভিজ্ঞ মহলের মতে, প্রতিশ্রুতির বন্যায় না ভাসিয়ে ঢাকাকে বাসযোগ্য করতে যা যা করণীয় এর মধ্যে অগ্রাধিকার কাজগুলোর প্রতি মনোনিবেশ করা জরুরি। এর মধ্যে পরিবেশ বিপর্যয় অন্যতম। নাগরিক জীবনকে হুমকি মুক্ত করতে পানি ও বায়ুদূষণকে নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে নামিয়ে আনা অতীব জরুরি।

image_pdfimage_print