Home ব্রেকিং ৫৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী আকাশ কুমার ভৌমিক নির্বাচনী এলাকায় দলীয়...

৫৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী আকাশ কুমার ভৌমিক নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ

49
0
SHARE

আশিক সরকার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী আকাশ কুমার ভৌমিক, আজ বৃহস্পতিবার ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় গণসংযোগ বিশাল জনসমুদ্রে পরিণত হয়।আজ বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের মেরাজনগর সুফিয়া প্লাজা থেকে গণসংযোগ শুরু হয়। এসময় ওয়ার্ডের মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ গণসংযোগে অংশগ্রহন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিক (ট্রাক্টর) বলেছেন, ওয়ার্ডের প্রতিটি মহল্লা আধুনিক সাজে সাজাব। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে বাসিন্দারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। সেজন্য আমি বাসিন্দাদের কাছে চিরকৃতজ্ঞ।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং এলইডি লাইট স্থাপন করে বাসিন্দাদের সেবা দিয়েছি। তবে বাসিন্দাদের চাহিদার তুলনায় তা অপ্রতুল হয়েছে।

ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, ঢাকা ম্যাচ, চাকদাহসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে গণসংযোগ শেষ হয়।
গণসংযোগে অংশগ্রহনকারী মোহাম্মদ এলাকার একাধিক ব্যাক্তি বলেন, আমরা আওয়ামী লীগ বা বিএনপি কোন দলের সাথে জড়িত নয়। আকাশ কুমার একজন সৎ যোগ্য ব্যাক্তি হিসেবে আমরা তাকে ট্রাক্টর মার্কায় ভোট দিব। ঢাকা ম্যাচ ও চাকদাহ এলাকার বাসিন্দারা জানান, গত নয়মাসে এলাকার রাস্তাঘাট , ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, শীতের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে কম্বল, চাদর দিয়েছে। এমন লোকই আমাদের প্রয়োজন। সে কারণে আমরা তাকে ট্রাক্টর মার্কায় ভোট দিব।
কদমতলী এলাকার বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলে রাস্তায়, ঘরে হাটু ও কোমড় সমান পানি হত। গত এক বছর যাবৎ তা থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা আকাশ কুমারের ট্রাক্টর মার্কায় ভোট দিব।
কাউন্সিলর প্রার্থী আকাশ কুমার ভৌমিক বলেন, ৫৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমাকে দলমত নির্বিশেষে প্রচুর ভালবাসে। সে কারণে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন। সেজন্য বাসিন্দাদের নিকট আমি চির কৃতজ্ঞ। আমি আশাবাদী ১লা ফেব্রুয়ারীর বাসিন্দারা আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবেন ইন্শাল্লাহ।

image_pdfimage_print