Home জাতীয় শুক্রবার নেপাল যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

শুক্রবার নেপাল যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

36
0
SHARE

পাঁচদিনের সরকারি সফরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নেপাল যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদ নেপাল সফরে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করবেন। এসময় তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

image_pdfimage_print