
শামসুজ্জামান ডলারঃ কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজারে অবস্থিত ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে কৃতি ছাত্রীদের সংবর্র্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মাঠে কলেজ গভর্নিং বর্ডির সভাপতি-জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালানি ও খনিজ মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম,কচুয়া উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আব্দুল মবিন, কলেজর ইংরেজী শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম ও গভনিং বডির সদস্য মো: সোলইমান।
আলোচনা শেষে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজ ছাত্রী তাহরিমা আক্তার জেমী। এছাড়াও সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় বর্নাঢ্য আনন্দ র্যালী ও সকাল ৮টায় দোয়া-মিলাদ।