
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন দক্ষিণ জামশায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের সম্মানিত সদস্য এবং প্রাক্তন চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।