
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সকল কর্মকর্তাদের সাথে এক ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব খন্দকার রফিক উজ জামান এবং চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখা সমূহে সকল ব্যাংকিং কার্যক্রম যথাযথভাবে পরিপালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।