Home আন্তর্জাতিক মিশরে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ

মিশরে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ

37
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  মিশরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে আর ভাইরাসটি নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য জানা গেছে।

আফ্রিকা মহাদেশের মধ্যে মিশরেই প্রথম ওই ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়ে। তবে সেই ব্যক্তি মিশরীয় নন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ইনাস হামাম।

image_pdfimage_print